রাস্তায় পড়ে আছে প্রতিমা, মন্দিরে এঁকে দিয়েছেন বিপদ সংকেত

 

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামে মন্দিরে থাকা কালী, শিব ও অপর একটি মন্দিরের সরস্বতী প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। সেখানে এঁকে গেছে বিপদ সংকেত। রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


জানা গেছে, আগমারাই গ্রামে সার্বজনীন মাতৃমন্দিরে থাকা শিবের মাথা-হাত-পা এবং কালী প্রতিমার কয়েক স্থানে ভেঙে কাঠামোসহ মন্দির থেকে আনুমানিক ২৫ গজ দূরে রাস্তায় ফেলে রাখা হয়। দুর্বৃত্তরা মন্দিরের দেয়ালে দুটি স্থানে বিপদ সংকেত এঁকে রেখে গেছে। একই রাতে সার্বজননীন মন্দিরটির অদূরে বিপুল ভূইয়ার পারিবারিক মন্দিরের সরস্বতী প্রতিমাটিও ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়।


আগমারাই সার্বজনীন মাতৃমন্দির কমিটির সভাপতি অসীম কুমার দাস বলেন, আমাদের মন্দিরে প্রতি বছর দুর্গা, কাত্যায়নী ও কালীপূজা হয়ে থাকে। দুর্গা ও কাত্যায়নী পূজা শেষে বিসর্জন দেওয়া হয়। কালীপূজা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে। এক পূজা থেকে আরেক পূজা পর্যন্ত প্রতিমা রেখে দেওয়া হয়। রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত আমরা মন্দির এলাকায় ছিলাম। তখন পর্যন্ত প্রতিমা সুরক্ষিত ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখি প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দেখে যায়।



রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত করছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা মামলা দিতে চাইলে তা গ্রহণ করা হবে। বিপদ সংকেত কারা এঁকেছে, কেন এঁকেছে- সে বিষয়টিও উদ্ঘাটনের চেষ্টা চলছে।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনার আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।

Comments