Posts

Showing posts from May, 2021

রাস্তায় পড়ে আছে প্রতিমা, মন্দিরে এঁকে দিয়েছেন বিপদ সংকেত

Image
  রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামে মন্দিরে থাকা কালী, শিব ও অপর একটি মন্দিরের সরস্বতী প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। সেখানে এঁকে গেছে বিপদ সংকেত। রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, আগমারাই গ্রামে সার্বজনীন মাতৃমন্দিরে থাকা শিবের মাথা-হাত-পা এবং কালী প্রতিমার কয়েক স্থানে ভেঙে কাঠামোসহ মন্দির থেকে আনুমানিক ২৫ গজ দূরে রাস্তায় ফেলে রাখা হয়। দুর্বৃত্তরা মন্দিরের দেয়ালে দুটি স্থানে বিপদ সংকেত এঁকে রেখে গেছে। একই রাতে সার্বজননীন মন্দিরটির অদূরে বিপুল ভূইয়ার পারিবারিক মন্দিরের সরস্বতী প্রতিমাটিও ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়। আগমারাই সার্বজনীন মাতৃমন্দির কমিটির সভাপতি অসীম কুমার দাস বলেন, আমাদের মন্দিরে প্রতি বছর দুর্গা, কাত্যায়নী ও কালীপূজা হয়ে থাকে। দুর্গা ও কাত্যায়নী পূজা শেষে বিসর্জন দেওয়া হয়। কালীপূজা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে। এক পূজা থেকে আরেক পূজা পর্যন্ত প্রতিমা রেখে দেওয়া হয়। রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত আমরা মন্দির এলাকায় ছিলাম। তখন পর্যন্ত প্রতিমা সুরক্ষিত ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখি প্রতিমা ভেঙ

আবারো সাম্প্রদায়িক দাঙ্গা সোনার বাংলায়

Image
 #BreakingNews....... সাম্প্রদায়িকতা যে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে এটাই তার জ্বলন্ত প্রমাণ...!!! পরমত সহিষ্ণু না হলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে সম্প্রীতিতে বসবাস করবে কিভাবে??? এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা শুধু যে হৃদয়কে নাড়া দেয় তা নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি করে! কেউ কেউ হয়তো ভাবে পরবর্তী প্রজন্ম কতটা নিরাপদ যদি একের পর এক এই ধরনের ঘটনা চলতে থাকে!!! যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে সন্ধ্যা আরতি/পূজার্চনা করতে না পারে, তাহলে ওই এলাকার মানুষ গুলো যাবে কোথায়??? উল্লেখ্য, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার অবস্থিত। এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যা বেলা সন্ধ্যারতি করা হয়। বেশ কয়েকদিন ধরে সন্ধ্যাকালীন আরতী চলমান অবস্থায় মন্দিরের বাহির হতে একদল লোক প্রতিনিয়ত ইট ছুড়ে মারে। গতকালও(২৩-০৫-২০২১) সেই রকম ঘটনা ঘটে গেলো। তবে অন্যান্য দিনের তুলনায় গতকাল আরতীর সময় অনেক বেশি ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে ফলে মন্দির কর্তৃপক্ষ আরতি বন্ধ করে দেয়!!! এই ন্যাক্কারজনক ঘটনায় মন্দির প্র