ডমরু
ডমরু > বাদ্যযন্ত্র
শব্দের (অর্থের) ব্যাবচ্ছেদ ——— ডমরু = ড + ম + র + উ
বর্ণার্থঃ
ড = ডয়ন
ম = সীমায়ন
র = রহন/রহে
উ = (নবরূপে) উত্তীর্ণন
যাহাতে
ডয়ন সীমায়ন রহে/সীমাবদ্ধ থাকে (নবরূপে) উত্তীর্ণনে... তাহা ডমরু...
যখন বাদ্যযন্ত্র ডমরু বাজানো হয় তখন ডমরুর দুই পাশের দুই কাঠীর উঠানামায় (উড্)ডয়ন হয় এবং কাঠী সুতায় বাঁধা থাকার কারণে তার ডয়ন সীমায়ন রহে বা সীমাবদ্ধ থাকে ঢোলের দুই পাশে... আর তাহা নৃত্যপর হাতের দোলায় (নবরূপে) উত্তীর্ণন হয়... ঝঙ্কারে... ডঙ্কায়...
ডমরুর আরেক নাম, ডুগডুগি।
পাঠ করা যাক———
“ নটরাজ
....................
নাচে নটরাজ, নাচে নাচে...
ত-র-ঙ্গা-য়ি-ত
কণায় কণায় বাঁকে বাঁকে
নাচে ইলেকট্রনে...
নাচে পসিট্রনে…
নাচে ফোটনে...
— নাচে সৃজনে... নাচে বিনাশে...
নাচায় ত্রিশূল, নাচায় নাচায়!...
বয়ে চলার
শব্দসুন্দরমে (বাজায় ডুগডুগি, বাজায়!...)
নৃত্যপরায়ণ
এ নিখিল বিশ্বে
গতিময়
সাপের আলেখ্যে
(গ্রীবায় দুলছে রূপের বিভঙ্গ)
এই
জীবনপুরাণ!...
নাচে নটরাজ, নাচে নাচে...
ত-র-ঙ্গা-য়ি-ত
কণায় কণায় বাঁকে বাঁকে,
জাগিছে নৃত্যজ পদে অর্থের বাগান...
নাচে সত্যম্
শিবম্
সুন্দরমে...
জটায়ু চূড়ায় হাসে
পার্ব্বতীর
চিকন ঠোটের হাসিময় একফালি বাঁকা চাঁদ!
নাচে নটরাজ, নাচে নাচে...”
সূত্র: বর্ণার্থ— ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধি অনুসারে।
Comments
Post a Comment